ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আসছেন ডাচ রানী, সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আসছেন ডাচ রানী, সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি

ঢাকা: সোমবার (১৬ নভেম্বর) সকালে ঢাকায় পা রাখবেন নেদারল্যান্ডস’র রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য অর্থনৈতিক সেবার সচেতনতা বাড়ানোই তার এ সফরের উদ্দেশ্য।



ডাচ রানীর সফরকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি তার নির্ধারিত সফরসূচিও প্রকাশ করা হচ্ছে না। আর সপ্তাহখানেক আগে থেকেই ঢাকায় অবস্থান করছে ডাচ নিরাপত্তা বাহিনীর একটি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তিন দিনের সফরে সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন নেদারল্যান্ডস’র রানী। সফরকালে রানী ম্যাক্সিমা রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর বাইরে সুশিল সমাজ, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী অংশীদারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গাজীপুরে সফরের কথাও রয়েছে তার। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গাজীপুর সফরের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

এদিকে, ঢাকায় জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার বাইরে বেশ কিছু স্থানে রানীর সফরের কথা রয়েছে। তিনি নিম্নআয়ের মানুষের জীবনমান উপলব্ধি করতে চান। এ সময়ে তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাবলম্বি নারী উদ্যোক্তা, গার্মেন্টস কর্মী, অন্যান্য গ্রাহক ও এজেন্টদের সঙ্গেও আলাপ করবেন। এর বাইরে ক্ষুদ্রঋণ নিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

ইউএনডিপি বাংলাদেশ জানায়, রানীর বাংলাদেশ সফর বিশ্বের সব মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তির সচেতনতা তৈরির প্রয়াসের একটি অংশ। দারিদ্র দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ২০৩০ সালের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে অর্থনৈতিক সেবায় যুক্ত হওয়া জরুরি।

জানা গেছে, উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা বা ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট-বিষয়ক বিশেষ পরামর্শক হিসেবে রানী ম্যাক্সিমাকে ২০০৯ সালে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। বিশ্বব্যাপী দারিদ্র্য নিরসন, খাদ্য নিরাপত্তা ও শিক্ষার মতো উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডাচ রানী ব্যাপক জনসচেনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।