ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আখাউড়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাসুদ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ রায় দেয়।



দণ্ডপ্রাপ্ত মাসুদ মিয়া উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের নশু মিয়ার ছেলে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী জুয়েল মিয়া বাংলানিউজকে জানান, সকালে উপজেলার ঘাগুটিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জহিরুল হকের নেতৃত্বে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা। এ সময় শিবনগর সীমান্ত এলাকা থেকে ছয় বোতল হুইস্কি ও তিন বোতল কাশির সিরাপসহ মাদক ব্যবসায়ী মাসুদকে আটক করে।

পরে, বিজিবি সদস্যরা মালামালসহ মাসুদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তাকে এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।