ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে আট মাদকসেবী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
যশোরে আট মাদকসেবী আটক

যশোর: সদরের মাড়য়ারী মন্দির সংলগ্ন এলাকায় মাদক সেবনকালে আট জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।



আটককৃতরা হলেন, যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে বিপুল হোসেন (২২), শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড় এলাকার অজিত কুমারের ছেলে হরিচান (২০), সদর উপজেলার বাদামতলা এলাকার ফজলুল হকের ছেলে রুবেল (২৫), কুষ্টিায়া জেলার মিরপুর উপজেলার কচুবাড়ী এলাকার মাহতাব উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩০), একই এলাকার রেজাউল ইসলামের ছেলে রাসেল (২৮), মৃত আব্দুল্লাহর ছেলে সুমন (৩০), জিয়ার উদ্দিনের ছেলে আজাহার (৪০) ও নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাড়য়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে মঙ্গলবার (১৫ নভেম্বর) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘন্টা, ১৬ নভেম্বর ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।