ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই ডাকাতকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
সিলেটে দুই ডাকাতকে গণপিটুনি ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।



বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে গুরুতর আহত দুই ডাকাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের এবাদ আহমদের বাড়িতে সংঘবব্ধ ডাকাতরা হানা দেয়। স্থানীয়রা বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, জনতার ধাওয়ায় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে ডাকাতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।