ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সন্ত্রাসীদের ২ গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
কক্সবাজারে সন্ত্রাসীদের ২ গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি অপহরণ মামলার প্রধান আসামি।



সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভূঁইয়া।

নিহত আব্দুর রশিদ কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের গজারিয়া এলাকার গোলাম বাসুর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিনহাজ মাহমুদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোরে সন্ত্রাসী রশিদ বাহিনী ও ভেটকাইয়া বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত আব্দুর রশিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। ২৩ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যসহ তিনজনকে অপহরণ করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি তিনি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই মিনহাজ।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫/আপডেট: ১২২১
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।