ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে ইউপি তথ্যকেন্দ্রে হামলা, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
চারঘাটে ইউপি তথ্যকেন্দ্রে হামলা, আহত ২

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, দুপুরে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের সিংড়াকান্দী গ্রামের কেরামত আলীর ছেলে নুরুল হক তার ভাতিজা বাদলকে ছাগল দিয়ে জমির কালাই খাওয়ানোর অভিযোগে গালাগাল করেন। এ নিয়ে বাদলও তার চাচার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।  

পরে বাদল ও তার বাবা আজিজুল হক ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে গেলে নুরুল হকের ছেলে সাঈদ ও জলিলের ছেলে শরীফ লোহার রড এবং বাঁশের লাঠি নিয়ে তথ্যকেন্দ্রের ভিতরে ঢোকেন।

এক পর্যায়ে তারা অতর্কিতভাবে বাদল ও তার বাবা আজিজুলের ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাদের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।