ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
মাওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

টাঙ্গাইল: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে তার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নানা মত ও পথের মানুষের মিলনমেলা।



ভোর থেকে জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে তার অনুসারীরা জড়ো হতে থাকেন। সকাল ৭টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন প্রথমে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, বিএনপি’র পক্ষে সহ সভাপতি আবদল্লাহ আল নোমান, সেলিমা রহমান, কুষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক সামছুল আলম তোফা, কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে কেন্দ্রীয় সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, জাতীয় পার্টির (জেপি) পক্ষে কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জেলা জাতীয় পার্টির পক্ষে সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে জেলা শাখার সভাপতি অধ্যাপক নাজির হোসেন, ভাসানী কলেজের পক্ষে অধ্যক্ষ এনামুল করিম শহীদ প্রমুখ মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।