ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা: খাদ্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয়কারী যন্ত্র সংগ্রহ না করায় তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।  

এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


 
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, খাদ্য ও স্বাস্থ্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
২০১৪ সালে খাদ্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয়কারী ‘জেড ৩০০’ মডেলের ‘ফরমালডিহাইড মিটার’ যন্ত্রকে সরকারের দুটি প্রতিষ্ঠান সঠিক যন্ত্র নয় বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। সে থেকে এ শ‍ূন্যতা বিরাজ করছে। যদিও ‘সঠিক’ যন্ত্র আমদানি করতে নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন আদালত।

গত বছরের মাঝামাঝি সময়ে ফরমালডিহাইড মিটার দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা শুরু করে। রাজধানীর আটটি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় পুলিশ।

অভিযানে প্রতিদিন শনাক্ত হয় ফরমালিনযুক্ত হাজার হাজার টন ফল। অভিযান শেষে ১৩ হাজার মন আম আর ৩৫ লাখ ফরমালিনযুক্ত লিচু ধ্বংসের তথ্য দিলেন ডিএমপি কমিশনার।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বার বার বলে আসছিলেন এ যন্ত্র সঠিক যন্ত্র নয়। তাদের এ কথা কেউ কানে তোলেনি। পরে তারা নিরুপায় হয়ে রিটের মাধ্যমে উচ্চ আদালতের দ্বারস্থ হন।

রিটের প্রাথমিক শুনানির পর ২০১৪ সালের ২১ জুলাই হাইকোর্ট বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালককে ওই যন্ত্র পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

পরে বিসিএসআইআর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে উভয় সংস্থাই ‘জেড ৩০০’ মডেলের ‘ফরমালডিহাইড মিটার’ দিয়ে ফরমালিন নির্ভুলভাবে নির্ণয় করা যায় না বলে উল্লেখ করে।

এরপর আদালত ২০১৪ সালের ২৪ নভেম্বর ৭ দিনের মধ্যে ফরমালিন মাপার সঠিক যন্ত্র নির্বাচন করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন এবং সংগ্রহের ব্যবস্থা করতে নির্দেশ দেন।

আদেশে আরও বলা হয়, সরকার দুই মাসের মধ্যে সঠিক যন্ত্র সংগ্রহের পর এ কমিটি যন্ত্র নির্বাচন করবে।

কমিটিতে বিসিএসআইআর, বিএসটিআই, এনএফএসএল, ভোক্তা অধিকার অধিদফতর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রতিনিধিরা থাকবেন। এ যন্ত্র সংগ্রহের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

কিন্তু চলতি বছরের ১৯ এপ্রিল পর্যন্ত আদালতের এ আদেশের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়া আইনজীবী মনজিল মোরসেদ তিন সচিবসহ সাত কর্মকর্তাকে আইনি নোটিশ দেন।

এ নোটিশের যথাযথ জবাব না আসায় তিনি আদালত অবমাননার আবেদন করলে মঙ্গলবার এ রুল জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।