ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পঞ্চগড়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: ‘ইঁদুর ধরুন ইঁদুর মারুন ইঁদুরমুক্ত খামার গড়ুন’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে টেনিং কমপ্লেক্স মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স ম আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক।

সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।