ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি ছুটি বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
সরকারি ছুটি বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারি ছুটি বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে মো. মনিরুল ইসলাম (যশোর-২) এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে একথা জানান।


 
হাবিবুর রহমান মোল্লার ( ঢাকা-৫) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে আলাদা উইং সৃষ্টি করে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে কার্যক্রম নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের জন্য দ্রুত আলাদা উইং গঠন কার্যক্রম শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।