ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কোটচাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
কোটচাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর গ্রাম থেকে দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কর্চাভাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক (৪০) ও হযরত আলীর ছেলে আরজ আলী (৪২)।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর বাংলানিউজকে জানান, সাব্দারপুর গ্রামের ব্যবসায়ী আশরাফুল ইসলামের বাড়ির গ্রিল কেটে ও তালা ভেঙে ডিসকোভারী মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

পরে কোটচাঁদপুর পুলিশকে জানালে ওই রাতেই সাব্দারপুর এলাকা থেকে মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।