ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৭টি ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ফরিদপুরে ৭টি ককটেল উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর শহরের হাজি শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হকার মার্কেট এলাকা থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে মার্কেটের লোকজন লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে কোতয়ালী থানা পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
এ বিষয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই কেউ ককটেলের মতো বস্তু এভাবে ফেলে রেখেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।