ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
রাজশাহীতে বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জামায়াতের ডাকা হরতালে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় বহাল রাখার প্রতিবাদে সারা দেশে এ হরতাল ডেকেছে দলটি।



হরতালের আগের দিন অর্থাৎ বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে মহানগরের বিভিন্ন এলাকায় টহল মুরু করেছেন বিজিবি সদস্যরা।
নাশকতা রোধে র‌্যাব ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে রাজশাহীতে টহল দিচ্ছে বিজিবি।

রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত থেকে রাজশাহীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী নগরে দুই প্লাটুন ও ৯ উপজেলায় তিন প্লাটুন দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের টহল অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।