ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে তরুণের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সুন্দরবন থেকে তরুণের মৃতদেহ উদ্ধার তরিকুজ্জামান সোহাগ

বাগেরহাট: নিখোঁজের চারদিন পর সুন্দরবন থেকে তরিকুজ্জামান সোহাগ (১৮) নামে এক তরুণের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন বন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



তরিকুজ্জামান সোহাগ শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত বাদশা তালুকদারের ছেলে।

নিহতের মা তাসলিমা বেগম জানান, ১৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন সোহাগ। এরপর তার আরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ ছিল।

পরদিন ১৫ নভেম্বর একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে বিষয়টি শরণখোলা থানা পুলিশকে অবহিত করা হয় বলে জানান তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, জেলেরা থানায় খবর দিলে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় মৃতদেহের পাশে পাওয়া একটি ব্যাগে থাকা কাগজপত্র ও ছবি দেখে সোহাগের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নিহত সোহাগের পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে তার বড় বোনকেও এভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।