ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্যারিস সম্মেলনে আর্থিক সহায়তায় বাংলাদেশকে জোর দেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
প্যারিস সম্মেলনে আর্থিক সহায়তায় বাংলাদেশকে জোর দেওয়ার আহ্বান

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ঋণ গ্রহণে সম্মত হলে তা বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে। ফলে ঋণের পরিবর্তে নিশ্চিত করতে হবে আর্থিক সহায়তার বিষয়টি।

এ জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে (স্কপ-২১) বাংলাদেশ প্রতিনিধি দলকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ মতামত তুলে ধরেন। নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ (এনসিসিবি) আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান।
 
প্রধান অতিথির বক্তব্যে খলীকুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ঋণের কথা বলা হচ্ছে। কিন্তু তা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য কথা-বার্তা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ক্ষতিপূরণ আদায় একটি দীর্ঘ প্রক্রিয়া। এ জন্য আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি অভিযোজন প্রক্রিয়া শুরু করতে হবে। সর্বাধিক গুরুত্ব দিয়ে অভিযোজন কাজের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এনসিসিবি চেয়ারম্যান কাজী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনসিসিবি’র কো-অর্ডিনেটর মিজানুর রহমান বিজয়।

আলোচনায় অংশ নেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালনক মো. আব্দুল করিম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট হাফিজুল ইসলাম খান, জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ ফজলে রাব্বী সিদ্দিকী আহমেদ, জলবায়ু অভিযোজন বিশেষজ্ঞ মির্জা শওকত আলী, দুর্যোগ প্রশমন বিশেষজ্ঞ মো. জিয়াউল হক, সাংবাদিক কাওসার রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।