ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
প্রতিবন্ধীদের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সরাসরি আন্দোলন গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



এম হাফিজ উদ্দিন বলেন, দেশে প্রায় এক কোটি ৬০ লাখের মতো প্রতিবন্ধী রয়েছেন। তাদের জন্য আলাদা উইং তৈরি করতে হবে।

সাবেক এ উপদেষ্টা আরও বলেন, প্রতিবন্ধীদের যে এতো সমস্যা রয়েছে তা আমিও জানতাম না। তাই প্রতিবন্ধীদের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের সামাজিক ও মানসিক পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আলোচকরা বলেন, প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে মিডিয়ার সাহায্য প্রয়োজন। সেই সঙ্গে সমাজের সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

অভিযোগ করে আলোচকরা জানান, সরকারের কাছে প্রতিবন্ধীদের বিষয়ে সঠিক তথ্য নেই। কারণ সরকারের কাছে প্রতিবন্ধীদের সংখ্যা তিন লাখ। কিন্তু প্রতিবন্ধীদের সঠিক সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখেরও বেশি।

তাই প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে প্রতিটি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করেন আলোচকরা।

এসময় উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ. টেইলর, প্রতিবন্ধী গবেষক জুনিয়ান এমবি সানসিস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৩ নভেম্বর ২২, ২০১৫
এমআইএস/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।