ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সাকা-মুজাহিদের ফাঁসিতে মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সাভারে সাকা-মুজাহিদের ফাঁসিতে মিষ্টি বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ায় সাভারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে সাভার পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



এদিন সাভার বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এসময় তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে স্বাধীনতার ৪৪ বছর পর মুক্তিযোদ্ধারা বিচার পেলেন। এতে জাতি কঙ্কলমুক্ত হলো আর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পেলো।

পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাস করেন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান তুহিন, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা মাসুদ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।