ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণ

গাজীপুর: গাজীপুরের পূবাইল এলাকার কয়ের উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।



রোববার (২২ নভেম্বর) ওই ছাত্রীর মা স্কুলের প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার সাহা বাংলানিউজকে বলেন, বিকেলে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে ওই শিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট পড়তো। গত রমজান মাসের আগে একদিন তার কাছে প্রাইভেট পড়া শেষে স্কুলের একটি কক্ষে কোকের সঙ্গে নেশা জাতীয় কিছু খাইয়ে তার মেয়ের প্রথম সর্বনাশ করে শিক্ষক মশিউর। কয়েক মাস পরে মেয়ে অন্ত‍ঃস্বত্তা হয়ে পড়লে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কাউকে বিষয়টি বলতে না করেন। সেই সঙ্গে তার মেয়েকে গর্ভপাত করান।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম ভূঁইয়া জানান, অভিযুক্ত মশিউরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

এদিকে, অভিযুক্ত মশিউরের মোবাইল ফোনে একাধিকবার কল করে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।