ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলামটরে পুলিশ ভ্যানকে বাসের ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বাংলামটরে পুলিশ ভ্যানকে বাসের ধাক্কা

ঢাকা: রাজধানীর বাংলামটরে শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি ৬ নম্বর বাস। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



সোমবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ বাস ও চালককে আটক করেছে।

বাংলামটর এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে শাহবাগ থানার একটি পুলিশ ভ্যান বাংলামটর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ইস্কাটনের দিক থেকে আসা একটি ৬ নম্বর বাস মোড় ঘুরতে গিয়ে পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।

পরে পুলিশ বাস ও বাসের চালককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জেডএফ/আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।