ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোলাম আকবরের মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
গোলাম আকবরের মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক

ঢাকা: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া শোক জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।



সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক শোকবার্তার তারা পৃথকভাবে শোক প্রকাশ করেন। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী বিশিষ্ট ভাষা সৈনিক ও মুজিব নগর সরকারের প্ল্যানিং সেলের সদস্য ছিলেন।

স্পিকার তার শোকবার্তায় বলেন, গোলাম আকবর ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক, সমাজসেবককে হারালো। এ দেশের জন্য তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
 
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া ডেপুটি স্পিকার ও চিফ হুইপ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
 
** গোলাম আকবর চৌধুরী আর নেই

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।