ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোলাম আকবর চৌধুরীর জানাজা বাদ আছর, দাফন বনানীতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
গোলাম আকবর চৌধুরীর জানাজা বাদ আছর, দাফন বনানীতে গোলাম আকবর চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর জানাজা বাদ আছর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত সহকারী জামাল বাংলানিউজকে এ তথ্য জানান।



জামাল বলেন, জানাজা শেষে গোলাম আকবর চৌধুরীর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিন বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল মজিদ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, গোলাম আকবর চৌধুরী দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা পৌনে ১১টার দিকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

** গোলাম আকবর চৌধুরীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসকে/আরএইচএস/এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।