ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

ঢাকা: ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদের নেতারা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।



তারা বলেন, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনে ১ ডিসেম্বর তাৎপর্যপূর্ণ। এদিন থেকে বাংলার বিভিন্ন অঞ্চল স্বাধীন হতে শুরু করে। মুক্তিযোদ্ধারা সব সসময় দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে।

এ সব কারণে দিবসটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানান নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও সংগঠনের আহ্বায়ক ডা. শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ জাতীয় জুটের চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, ডা. সম্রাট জুয়েল চিশতী, জালাল উদ্দিন ও শরিফ উদ্দিন চন্দন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআইকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।