ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সবুজের বার্তা নিয়ে ৪ ভারতীয় নাগরিক বাংলাদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সবুজের বার্তা নিয়ে ৪ ভারতীয় নাগরিক বাংলাদেশে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বৃক্ষ নিধন রোধ ও চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় ৪ নাগরিক।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় চেকপোষ্টে কর্মরত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।  

ভারতীয় নাগরিকেরা হলেন, কলকাতার বাসিন্দা গৌতম ঘোষ, লিপিকা বিশ্বাস, সুশান্ত দাস ও উজ্জল পাল।

দলনেতা উজ্জল পাল বাংলানিউজকে জানান, তারা ২৪ দিনের ভ্রমণে ঢাকা-চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরবেন। এ সময় স্কুলছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৃক্ষ সংরক্ষণের বিষয়ে পরামর্শ দেবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।