ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে জখম ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নেশা সেবনে বাধা দেওয়ায় মাদকাসক্ত কয়েক যুবক শাহজাহান গাজী (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মৌলভীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।



গুরুতর অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তিনদিন আগে কেরাব এলাকার জাকির হোসেনের ছেলে আব্দুল্লাহ প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় শাহজাহান গাজী তাকে বাধা দেন ও  চর-থাপ্পর মারেন।

এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে মাদকসেবী আব্দুল্লাহ, তার সহযোগী আল-আমিন, আব্দুর রশিদসহ ৪/৫ জন বৃদ্ধ শাহজাহান গাজীকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।