ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ২ ছবি: প্রতীকী

মধুপুর(টাঙ্গাইল): জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলর দুই আরোহী নিহত হয়েছেন।

এরা হলেন- ধনবাড়ী উপজেলা বন্দর টাকুরিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে মিন্টু(৩০) ও টিয়ার ছেলে লালন(২৫)।



সোমবার(২৩ নভেম্বর)সন্ধ্যা সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুজিবর রহমান বাংলানিউজকে জানান, মিন্টু ও লালন জামালপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের ধনবাড়ি উপজেলার নল্যা বাজার এলাকায় মাটিবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিন্টু ও ধনবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর লালন মারা যান।
লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।