ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় নারীর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
মাগুরায় নারীর মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

মাগুরা: মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে সবিতা রানী বিশ্বাস (৫০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এসময় মৃতদেহের পাশ থেকে কীটনাশকের খালি বোতল পাওয়া গেছে।

সবিতা রানী ওই গ্রামের মৃত সুশান্ত বিশ্বাসের স্ত্রী।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, সবিতা রানীর ছেলে সুখ বিলাসের (২৭) সঙ্গে কবিতা রানী (৩০) নামে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। কবিতার স্বামী সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই ঘরে তার ১১ বছরের একটি মেয়েও রয়েছে। বিলাস ও কবিতার সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হলে, মঙ্গলবার গ্রামবাসী চাপ দিয়ে করে বিলাস ও  কবিতাকে বিয়ে দিয়ে তাদের (বিলাসদের) বাড়িতে তুলে দেয়। বিবাহিত নারীর সঙ্গে ছেলের বিয়ের বিষয়টি ঘটনা মেনে নিতে পারেননি সবিতা। ওই দিনই বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার স্থানীয় মরিচ ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় মৃতদেহের পাশ থেকে ফুরাডান নামে বিষের খালি বোতল উদ্ধার করা হয়।

ছেলের বিয়ে মেনে নিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।