ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রাজবাড়ীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের বিনাত মোল্লার ছেলে নেহাজ মোল্লা (৩৯) ও তার সহযোগী নিজাম মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৭)।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লীর ভেতরে আইয়ুব মেম্বারের বাড়ি ও আজিজ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৬৯০ ক্যান হল্যান্ডের বিয়ার, ১২ বোতল উয়েমবেলি মদ, ২০০  লিটার বাংলা চোলাই মদ ও ৩০ বোতল যৌন উত্তেজক জিংক ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, আইয়ুব মেম্বার ও আজিজ মোল্লা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।