ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘মানুষ পাপ করলে পাসপোর্ট অফিসে যায়!’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
‘মানুষ পাপ করলে পাসপোর্ট অফিসে যায়!’

জাতীয় সংসদ ভবন থেকে: পাসপোর্ট অফিসের হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। তিনি বলেন, মানুষ পাপ করলে পাসপোর্ট অফিসে যায়! পাসপোর্ট অফিসের ভুলে খেসারত দিতে হচ্ছে পাসপোর্টধারীদের।



দিনক্ষণ দিয়ে পাসপোর্টের তথ্য মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
 
সোমবার (২৩ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
 
হাজী সেলিম বলেন, আগে বলা হতো ছোট আসছে পৃথিবী।   এখন এক বাক্যে বলা যায় ছোট হয়ে গেছে পৃথিবী। প্রধানমন্ত্রী বিশ্বের পলিসি লিডার। তার যাদুর পরশে ডিজিটাল যুগে প্রবেশ করা হয়। এ নিয়ে গর্ব করা যায়। তাই পৃথিবী এখন হাতের মুঠোয়।
 
তিনি বলেন, পৃথিবীতে বৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে বিচরণের জন্য ভিসা লাগে। আলো বাতাসের ভিসা না লাগলেও মানুষের ভিসা নিতেই হবে। আর ভিসা নিতে হলে প্রয়োজন পাসপোর্ট। এই পাসপোর্ট নিতে কত শত হয়রানি তার কোনো হিসাব নাই। দালাল ধরলে কষ্ট নাই। তা না হলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও ভোগান্তির শেষ নেই।  
 
সেলিম বলেন,  পাসপোর্ট ফরমে কারো নামের মো. লেখা ভুল হলে মাসের পর মাস অপেক্ষায় রাখা হয়। পাসপোর্ট অফিস ইচ্ছা করলে এই মো. শব্দটা দিয়ে দিতে পারে। পাসপোর্ট অফিসের ভুলের খেসারত দিতে হয় পাসপোর্টধারীদের। সারা দিনের কাজ কর্ম ফেলে পাসপোর্ট অফিসে বসে থাকতে হয়। মাসের পর মাস পার হলেও পাসপোর্ট হয় না। পাসপোর্ট করতে গেলে জুতার কালি শেষ হলেও সংশোধনী হয় না।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।