ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী (ঝিনাইদাহ-২)।

তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে নয়, বরং আরও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।



সোমবার (২৩ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

তাহজীব আলম সিদ্দিকী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ও ভবিষ্যতে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটস অ্যাপ সাময়িক বন্ধ করে দিয়েছে।

‘অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। সব প্রযুক্তির ভাল-মন্দ দিকই আছে। তাই প্রযুক্তির কুফল চিন্তা করে এর ব্যবহার বন্ধ করে দিই, তাহলে হয়তো মানব সভ্যতার অকল্পনীয় উৎকর্ষতা সম্ভব নয়। ’
তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহারে আরও উন্নত উদ্ভাবন এবং ব্যবহার হচ্ছে। সরকার যদি মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে-ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ একদম বন্ধ হয়ে গেছে, তা মোটেই সঠিক নয়।

‘অনেকেই নতুন নতুন অ্যাপস ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং নাশকতাকারীরাও চাইলে সেটি করতে পারবেন না-তা আমার বিশ্বাস করতে কষ্ট হয়,’ যোগ করেন তাহজীব।  

স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব বলেন, সরকারের উদ্দেশ্য যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো নাশকতা কিংবা এর অপব্যবহার বন্ধ করা। কিন্তু কাজের কাজ কিছু না হলে এ সিদ্ধান্ত জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি  করছে।

‘একই সঙ্গে সরকারের অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়া  তার অগ্রযাত্রাকে কিছুটা হলেও ব্যাহত করছে।   তা পুরো বিষয়টি আরও গভীরভাবে চিন্তা করার দাবি জানাচ্ছি,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।