ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ভোলায় জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় ‘নদীর পরিবেশ বান্ধব মৎস্য আহরণ’ বিষয়ে জেলেদেরকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ওয়াল্ড ফিশ ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নে সোমবার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের খন্দকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাম হালদার। এছাড়াও কোস্ট ট্রাস্ট ইকোফিস প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মকর্তা সোহেল মাহমুদ, সাইদুর রহমান ও বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইকোফিস প্রকল্পের সুবিধাভোগী ৩০ জন জেলে ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।