ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কম্বল পেলো দরিদ্র ও ছিন্নমূল শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ঠাকুরগাঁওয়ে কম্বল পেলো দরিদ্র ও ছিন্নমূল শিশুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শীত থেকে সুরক্ষা দিতে হতদরিদ্র ও ছিন্নমূল শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি সংগঠন শহরের গোবিন্দনগর অফিস চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার হতদরিদ্র পরিবারের ৩ হাজার পরিবারের শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও সদরের ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।