ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিল্পী রঘুনাথ চক্রবর্তীর মৃত্যুতে উদীচীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
শিল্পী রঘুনাথ চক্রবর্তীর মৃত্যুতে উদীচীর শোক

ঢাকা: বাংলার অন্যতম প্রাচীন চিত্রকর্মের মাধ্যম পটচিত্রের বিশিষ্ট শিল্পী রঘুনাথ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শোক বার্তায় উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, পটচিত্রের মতো একটি মাধ্যমকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন শিল্পী রঘুনাথ চক্রবর্তী।

তার মৃত্যুতে এদেশের পটচিত্র শিল্পে যে শুন্যতা সৃষ্টি হলো; তা অপূরণীয় বলে শোক বার্তায় উল্লেখ করেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

১৯৬৯ সালের ১ নভেম্বর গাইবান্ধায় জন্ম নেওয়া রঘুনাথ চক্রবর্তী ছবি আঁকার ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব তার ভেতরের অনবদ্য প্রতিভার বিকাশ বা শিল্পীসত্ত্বার বহিঃপ্রকাশকে কখনোই বাধাগ্রস্ত করতে পারেনি।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২১ নভেম্বর শনিবার দিনগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পটচিত্রশিল্পী রঘুনাথ চক্রবর্তী। তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।