ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানকে আর আশকারা দেওয়া যায় না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পাকিস্তানকে আর আশকারা দেওয়া যায় না

জাতীয় সংসদ ভবন থেকে: স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী বলেন, দুজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা দেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তাদের আর আশকারা দেওয়া যায় না।

তাদের তলব করতে হবে।
 
সোমবার (২৩ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
 
ফরাজী বলেন, পাকিস্তান পরাজিত শক্তি। বাংলাদেশ যখন আইনের শাসনের ওপর ভিত্তি করে চলছে তারপরও তারা আমাদের দেশের সরকারের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করে। পাকিস্তানের হাইকমিশনকে তলব করতে হবে। বারবার তাদের আসকারা দেওয়া যাবে না। কারণ তারা একটি স্বাধীন দেশের ওপর প্রভাব খাটাতে চায়।

যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের ওপর যারা এই ধরনের মন্তব্য করবে, তাই তাদের কূটনৈতিককে তলব করা হোক।


শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

এর কয়েক ঘণ্টা পর রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ‘গভীর উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করে। এর প্রেক্ষিতে সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম/এমজেএফ

** হজ ভিসায় বিদেশে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে
** সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবি
**মানুষ পাপ করলে পাসপোর্ট অফিসে যায়!’
** শিশু ম‍ৃত্যুর হার হাজারে ২০-এ নামানোর অঙ্গীকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।