ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক (ফাইল ফটো)

কিশোরগঞ্জ: দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



এরআগে বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মানিকখালী রেলস্টেশনে ট্রেনের দু’টি চাকা লাইনচ্যুত হলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 
পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী একটি হাইড্রোলিক টুলভ্যান সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টার পর রাত ৮টা ৫৫ মিনিটে লাইনচ্যুত চাকা উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মানিকখালী রেলস্টেশনের মাস্টার আব্দুস সালাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর

** ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।