ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিপিকেএসের প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার বিষয়ক সেমিনার বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বিপিকেএসের প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার বিষয়ক সেমিনার বুধবার

ঢাকা: বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) উদ্যোগে প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার বিষয়ক জাতীয় সেমিনার বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

সেমিনারটি আব্দুল গণি রোড বিদ্যুৎ ভবনের বিজয় হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।



সেমিনারে উদ্দেশ্য প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার উন্নয়ন এবং স্বীকৃতি দানে সরকারি নীতি নির্ধারক, দেশি-বিদেশি এনজি ও সুশীল সমাজকে সচেতন করা।

সেমিনারে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সেগুফতা ইয়াসমিন, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), খন্দকার আতিয়ার রহমান এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম।

সভাপতিত্ব করবেন বিপিকেএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক  আবদুস সাত্তার দুলাল।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।