ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে এলাকায় মাইকিং করে সংঘর্ষে লিপ্ত হয়েছেন দুই গ্রামের মানুষ।

পরে পুলিশ এসে ১২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা ও গোভিপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার গুচ্ছগ্রাম মাঠে শালিকা ও গোভিপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়।

এর জের ধরে সোমবার বিকেলে শালিকার এক নছিমন চালককে কুপিয়ে আহত করে গোভিপুর গ্রামের কিছু লোক। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে দুই গ্রামবাসী মসজিদের মাইকের মাধ্যমে মাইকিং করে লোকজন জড়ো করে।

পরে তারা গ্রামের সীমান্তে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। খবর পেয়ে পুলিশ এসে ১২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে দুইদলকে ছত্রভঙ্গ করে দেয়।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।