ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
রূপগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নারায়ণগঞ্জ রূপগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার শেখ হাসান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি (মামলা নম্বর-৪৩) দায়ের করেন।



মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সাবেক সাব-রেজিস্ট্রার শেখ হাসান আলীর ১ কোটি ২৪ লাখ ১১ হাজার ৬৩০ টাকা অবৈধ সম্পদ পাওয়া গেছে। এরমধ্যে ৬৮ লাখ ৫৫ হাজার ৬৩৯ টাকার সম্পদের বিষয়ে কমিশনে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। এর বাইরে দুদকের অনুসন্ধানে আরও ৫৫ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।

দুদক সূত্রে আরও জানা যায়, সাবেক এ সাব-রেজিস্ট্রারের নিজ নামে মিরপুরের ৪৮৭, দক্ষিণ পাইকপাড়ায় পাঁচ শতাংশ জমির উপর পাঁচতলা ভবন, রমনা থানার ৫৮/১ চামেলিবাগে ছেলের পাঁচ শতাংশ জমি, যেখানে টিনশেড বিল্ডিং, খুলনা বয়রা হাউজিংয়ে সরকারি প্লট, বাড়ি, আসবাবপত্র, স্বর্ণালংকারসহ মোট ৭ লাখ ৯০ হাজার টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। অথচ ওই সম্পদের মূল্য অনেক বেশি।

২০১৩ সালে সাবেক সাব-রেজিস্ট্রার শেখ হাসান আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘ অনুসন্ধানের মামলা দায়ের করে দুর্নীতি বিরোধী এ সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।