ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাপানের নতুন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
জাপানের নতুন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা রাবাব ফাতিমা

ঢাকা: জাপানের বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছে সরকার। সেখানকার রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।



মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯৮৬ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে প্রবেশের মধ্য দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন রাবাব ফাতিমা।

কর্মকালে তিনি নিউইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশনে, কলকাতায় বাংলাদেশ উপ হ‍াইকমিশন এবং জেনেভোয় জাতিসংঘ মিশন ও চীনে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া রাবাব ফাতিমা কমনওয়েলথ সচিবালয় ও আন্তর্জাতিক অভিভাসন সংস্থায় (‌আইওএম) কাজ করেছেন।

কূটনীতিক হিসেবে মানবাধিকার ও মানবিক বিষয়‍াবলীতে তার ব্যাপক অভিজ্ঞতা এবং বিশেষায়িত জ্ঞান রয়েছে।

যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে মাস্টার্স করেছেন রাবাব ফাতিমা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক মেয়ের জননী।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।