ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর খেয়াঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।



মৃত রবিন হাসান ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা মৃতের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, রবিন বিকেল ৩টার দিকে বাড়ির অদূরে বাঙ্গালি নদীতে গোসল করতে যান। পানিতে নামার পর হঠাৎ স্রোতের  ঘূর্ণাবর্তে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।