ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাকা-মুজাহিদের ফাঁসি

অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে পাক সরকার: আসমা জাহাঙ্গীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে পাক সরকার: আসমা জাহাঙ্গীর

ঢাকা: যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা হচ্ছে তাদের দেশেই।

পাকিস্তানের এই অতি আবেগ প্রদর্শনের বিরুদ্ধে মুখ খোলেন সেদেশের প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর।



মঙ্গলবার পাকিস্তানের ডন ও এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসমা জাহাঙ্গীর বলেন, ‘এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় পাকিস্তান অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। অথচ সৌদি আরব সহ সারা বিশ্বের বিভিন্ন স্থানে পাকিস্তানি নাগরিকরা মৃত্যুদণ্ডের সম্মুখীন হচ্ছে। ’

তিনি বলেন, ‘পাকিস্তানের সামরিক আদালতে ও সৌদি আরবে পক্ষপাতদুষ্ট বিচারের মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও এ ব্যাপারে সরকার নীরব।

এ সময় বিদেশিদের বদলে নিজের দেশের নাগরিকদের প্রতি খেয়াল বেশি রাখতে সরকারকে পরামর্শ দিয়ে আসমা জাহাঙ্গীর আরও বলেন,‘সরকারের প্রতিক্রিয়া এই বার্তা দেয় যে বাংলাদেশের বিরোধী দলের নেতাদের প্রতি পাকিস্তান সরকারের ভালোবাসা ও আবেগ নিজের দেশের জনগণের থেকেও বেশি। ’

এছাড়া এই মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও পাক স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ ও উদ্বেগ জানানোর সমালোচনা করেন আসমা জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে পাকিস্তানে সেসব মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আশা করি, সরকার তাঁদের ক্ষেত্রেও একই ধরনের আবেগ দেখাবে। ’

আসমা জাহাঙ্গীর পাকিস্তানের মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর সাবেক সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি দেশটি সুপ্রিম কোর্ট বারেরও সভাপতি ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৪, নভেম্বর ২৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।