ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আর নয় মাদক ব্যবসা, ঈশ্বরদীতে ২০ জনের শপথ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আর নয় মাদক ব্যবসা, ঈশ্বরদীতে ২০ জনের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): আর মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকার করে অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পাবনার ঈশ্বরদী পৌরসভার ২০ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুর লোকো ফুটবল মাঠে ঈশ্বরদী থানার আয়োজনে এক সুধী সমাবশে শপথ নিয়ে আত্মসমর্পণ করেন তারা।



এ আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়েছে পুলিশ। এ নিয়ে তিন দফায় ঈশ্বরদীর মোট ৬৯ জন শীর্ষ মাদক ব্যবসায়ী অবৈধ এ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

মঙ্গলবার আলোর পথে আসা ২০ মাদক ব্যবসায়ী হলেন- দিলু, সেন্টু, রকি, সারোয়ার, সাফিয়া খাতুন, শহর বানু, জুয়েল হোসেন, ফারুক হোসেন, মো. আব্দুল আজিজ, রনি মিয়া, বাবু, নাদিম হোসেন, শেফালী খাতুন, রতন মিয়া, মো. ফিরোজ, আলতাফ হোসেন, জামিল আক্তার, রমজান আলী, লিটন ও জীবন। এদের সবার বাড়ি ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার আলমগীর কবির। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসায় ধন্যবাদ জানিয়ে বলেন, পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়ালে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শামসুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহমিদা আফরীন, সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) শেখ মো. আবু জাহিদ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল আমিন, শাহনাজ পারভিন রুমা ও ফিরোজা বেগম।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।