ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিসিএস কর্মকর্তাদের ক্যাডারভিত্তিক বৈষম্য দূরের আহ্বান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বিসিএস কর্মকর্তাদের ক্যাডারভিত্তিক বৈষম্য দূরের আহ্বান ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিসিএস কর্মকর্তাদের প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ২৬ ক্যাডারের বৈষম্যে দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) প্রকিচি-বিসিএস সমন্বয় কমিটির ঢাকা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তারা এ দাবি জানান।



সম্মেলনে সভাপতিত্ব করেন বিএমএ প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

এতে বক্তব্য রাখেন- আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন ভুঁইয়া, প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সদস্য সচিব ফিরোজ খান, বিসিএস টেলিকম সমিতির সভাপতি এম এ তালেব, স্বাস্থ্য ক্যাডারের সভাপতি আ ম সেলিম রেজা, সমবায় ক্যাডারের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ক্ষমতায়নে জারি করা অফিস স্মারক সংশোধন এবং অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করতে হবে। সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা দিতে হবে। আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে।

তারা আরও বলেন, বিসিএস কর্মকর্তাদের ক্ষেত্রে পদোন্নতি হবে উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে। কিন্তু তা না করে, উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়ার ফলে দেশের উন্নয়ন প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তাই অবিলম্বে প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ২৬ ক্যাডারের বৈষম্যে দূর করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
এমএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।