ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারতের বন্ধ সড়কগুলো চালুর ওপর গুরুত্বারোপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বাংলাদেশ-ভারতের বন্ধ সড়কগুলো চালুর ওপর গুরুত্বারোপ ছবি : সংগৃহীত

ঢাকা: ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব সড়ক পথ বন্ধ হয়েছিল তা আবারও চালুর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) গণভবনে মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর গান্ধীয়ান স্টাডিজের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি যোগাযোগে এক সময় ব্যবহৃত বন্ধ সড়কগুলো চালু করার ওপর গুরুত্ব দেন।
 
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সাক্ষাতের বিষয়ে ব্রিফ করেন।
 
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলেন।
 
প্রধানমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করেন মেঘালয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলও। তারা দুই দেশের শিক্ষক ও ছাত্রদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
 
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্কুল অব বিজনেসের ডিন অলকা শর্মা।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।