ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ৩

স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সিংগাইরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ৩ ছবি : প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চরচামটা আনন্দবাজার এলাকায় দেশি অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) সদস্যরা।

এ সময় কারখানা থেকে একটি দেশি এলজি পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।



বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগরে র‌্যাব ৪ এর সিপিসি-২ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নাদির হোসেন সরকার (২০), আরমান আলী (১৯) ও মো. সোহান (১৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মানিকগঞ্জের সিংগাইর থানার চরমাটা আনন্দবাজার এলাকায় সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ৠাব। এ সময় ওই কারখানায় তৈরি একটি দেশি এলজি পাইপগান উদ্ধার করা হয়। এছাড়াও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দসহ কারখানার তিন কারিগরকে আটক করা হয়।

প্রাথমিকভাবে র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, তাদের তৈরি কয়েকটি অস্ত্র বিক্রি করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সিংগাইর থানায় সোপর্দ করা হবে বলেও জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।