ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারে ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারে ক্যাম্পেইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসার ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক মাসব্যাপী সোস্যাল মার্কেটিং ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন।



এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা ড. হরিপদ দাস।

শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকদের কারিগরি শিক্ষা গ্রহণে উৎসাহ সৃষ্টিই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য বলে জানান বক্তারা।

এছাড়াও মাসব্যাপী এ ক্যাম্পেইনে বেকার যুবকদের হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দ্রুত স্বাবলম্বী হতে সহায়তা ও দেশের বেকারত্ব দূরীকরণসহ কর্মক্ষম জাতি গঠনে সরকারের বিভিন্ন পদক্ষেপ জনসাধারণকে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।