ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সিসি ক্যামেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সিসি ক্যামেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: জনসেবা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে ১০টি সিসি ক্যামেরা।

চলতি সপ্তাহ থেকে সিসি ক্যামেরায় জেলা প্রশাসক কার্যালয়ের সব কিছু মনিটরিং করা হচ্ছে।

কুমিল্লা জেলার এনডিসি রাকিব হাসান বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক কার্যালয়ের চারটি প্রবেশ দ্বার, রেকর্ড কক্ষ, জেলা প্রশাসক কক্ষের সামনে ও পেছনে, জেলা প্রশাসক মিলনায়তন এবং ব্যাংকের সামনে মোট ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু রয়েছে। জেলা প্রশাসক মহোদয় নিয়মিত সিসি ক্যামেরার সব কিছু মনিটরিং করছেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বাংলানিউজকে জানান, যথাযথভাবে জনসেবা ও জেলা প্রশাসক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এছাড়া সাধারণ মানুষ বিভিন্ন সেবা পাওয়ার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আসেন। বাইরের দালাল চক্রের কাছে এসব সাধারণ মানুষ হয়রানির শিকার হন। সিসি ক্যামেরা স্থাপনের পর এখন আর রেকর্ড কক্ষের সামনে কোনো জটলা নেই। দালাল চক্রও নেই। দালাল চক্র এখন অফিসের সামনে এসে দালালি করতে পারছেন না। সাধারণ মানুষ এখন বিনা হয়রানিতে জনসেবা পাচ্ছেন। সিসি ক্যামেরা স্থাপনের পর কাজের ক্ষেত্রে অনেক স্বচ্ছতা এসেছে।

তিনি আরো বলেন, আমার কক্ষের সামনেও সিসি ক্যামেরা রয়েছে। ফলে আমি এখন দেখতে পাচ্ছি আমার কক্ষের সামনে সাধারণ মানুষ আসে কি না? তারা আমার সঙ্গে দেখা করতে এসে কোনো সমস্যায় পড়ছে কি না ।

জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের বাথরুমও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কারণ কয়েক বছর আগে আদালতের বাথরুমে বোমা পাওয়া গিয়েছিল। তাই সব কিছুই এখন সিসি ক্যামেরার আওতায়। প্রয়োজনে ১২ দিন আগের ফুটেজও আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।