ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে কোটি টাকার সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
শাহজালালে কোটি টাকার সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ প্রায় ১ কোটি টাকার সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টম কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর কাস্টমের শুল্ক ও গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার শফিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



শফিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে জসিম উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে ১ কোটি ৬০ লাখ সিগারেটের স্টিকসহ তাকে আটক করা হয়। প্রায় পাঁচ কার্টন সিগারেট তিনি বহন করছিলেন। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এনএইচএফ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।