ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানায় ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


 
বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ (আশুলিয়া সার্কেল) সংবাদ সম্মেলনে এ কথা জানান।
 
তিনি বলেন, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ থেকে ছয় ডাকাতকে আটক করা হয়। তারা বিভিন্ন কারখানাসহ বাসাবাড়িতে অভিনব কায়দায় ডাকাতি করে আসছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আটকরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ডাকাত দলের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটকদের রিমান্ড আবেদন চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।