ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে ধর্ষণের দায়ে ময়নাল মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।



ময়নাল মণ্ডল চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামের মৃত নিজাম মণ্ডলের ছেলে।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু  এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৫ সালের ২৬ এপ্রিল বিকেলে এক শিশুকে(১৩) ধর্ষণ করে একই গ্রামের ময়নাল মণ্ডল।

এ ঘটনার পরদিন ধর্ষিতার মা বাদী হয়ে ময়নাল মণ্ডলকে আসামি করে থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দেন। তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ময়নাল পলাতক।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।