ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মকর্তাদের বৈষম্য-যৌন হয়রানি প্রতিরোধে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সরকারি কর্মকর্তাদের বৈষম্য-যৌন হয়রানি প্রতিরোধে কমিটি

ঢাকা: সরকারি কর্মকর্তাদের মধ্যে নারী-পুরুষ বৈষম্য ও যৌন হয়রানি প্রতিরোধে সাত সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়।



এর আগে বুধবার (২৫ নভেম্বর) ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট বিভাগ ঘোষিত রায়ের নির্দেশনা অনুযায়ী, নারী-পুরুষ বৈষম্য ও যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণ, তদন্ত পরিচালনা এবং সুপারিশের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ‘কমপ্ল্যান্ট কমিটি’ গঠন করে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিকল্পনা ও বাজেট অধিশাখার যুগ্ম সচিব মোসাম্মাৎ নাসিমা বেগমকে আহ্বায়ক করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার উপসচিব ইয়াসমিন বেগম, সংস্থাপন অধিশাখার উপসচিব মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নারী প্রতিনিধি (জেন্ডার ও যৌন হয়রানি সম্পর্কিত), মহিলা বিষয়ক অধিদফতরের নারী প্রতিনিধি (জেন্ডার ও যৌন হয়রানি সম্পর্কিত), মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শ‍াখার প্রশাসনিক কর্মকর্তা শাহেনা খানম ও আইন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদ-উর-রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএমএ/এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।